Alexa

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শ্রমিক নিহত

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শ্রমিক নিহত

ছবি: বার্তা২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে মালবাহী পিকআপ ভ্যানের চাপায় ইদ্রিস মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মিয়া সদর উপজেলার শাকচর গ্রামের আবদুল মতিনের ছেলে।


পুলিশ জানায়, ঘটনার সময় মজুচৌধুরীর হাট সড়কে পিকআপে বালু তুলছিলেন ইদ্রিস মিয়া। এ সময় পেছন থেকে দ্রুত গতির অন্য একটি মালবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা এর আরও খবর