Alexa

বঙ্গবন্ধুর সমাধিতে বেসামরিক বিমান ও পর্যটন সচিবের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বেসামরিক বিমান ও পর্যটন সচিবের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময়, ছবি: বার্তা২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, 'জাতির পিতা এ দেশে জন্মেছিলেন বলেই আজ আমি সচিব হতে পেরেছি। জাতির পিতার মাজারকে কেন্দ্র করে এখানে দেশ-বিদেশের হাজার হাজার দর্শনার্থী আসেন। তাই বঙ্গবন্ধুর মাজারকে কেন্দ্র করে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য কি কি প্রয়োজন সরেজমিন দেখার জন্য আমি এখানে এসেছি। আশা করি শীঘ্রই দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ শুরু হবে।'

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা এর আরও খবর