Alexa

কানে হেডফোন, প্রাণ গেল চালকের

কানে হেডফোন, প্রাণ গেল চালকের

ফাইল ছবি

চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর নামক স্থানে ডেমু ট্রেনে কাটা পড়ে মো. রতন (৩০) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রতন পাবনা সদরের ১২নং ওয়ার্ড চকপৈলানপুর (নয়নামিত) গ্রামের মো. কালুর ছেলে এবং চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল অফিসে গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী রতনের সহকর্মীরা জানান, চাঁদপুর-লাকসাম রেল-লাইনের এনায়েতপুর নামক স্থানে রতন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটছিলেন। ওই সময় পেছন দিক থেকে আসা লাকসামগামী ডেমু ট্রেনের হুইসেল ও সহকর্মীদের চিৎকার শুনতে পাননি তিনি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পল্লী বিদ্যুতের এজিএম (প্রশাসন) জহুরুল ইসলাম জানান, এনায়েতপুর নামক স্থানে রেল লাইন সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। রক্ষণাবেক্ষণের মালামাল নিয়ে সকালে চালক রতন ওই এলাকায় যায়। রতন রক্ষণাবেক্ষণ কাজের স্থান থেকে ৩০-৪০ গজ দূরে চলে যায়। ওই সময় ডেমু ট্রেন আসে। কানে হেডফোন থাকায় সেটি শুনতে পাননি রতন।

আপনার মতামত লিখুন :