Alexa

বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ছবি: সংগৃহিত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪
 
রাজধানীর মেরুল বাড্ডায় জুলহাস মোল্লা (৩৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
সোমবার (১৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। জুলহাস মোল্লা পেশায় একনজন প্রাইভেটকার চালক।
 
জুলহাসের নিহত হবার ঘটনাটি বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন, ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
 
বাচ্চু মিয়া বলেন, 'গুলিবিদ্ধ অবস্থায় জুলহাসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে'।
 
সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মায়ের ওষুধ আনতে বাসা থেকে বের হন জুলহাস। সঙ্গে তার বোনও ছিল। এ সময় অজ্ঞাত দুই যুবক জুলহাসকে গুলি করে পালিয়ে যান। এ ঘটনায় জুলহাসের বোন আহত হয়নি বলেও জানা যায়।
 
বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জেলা এর আরও খবর