Alexa

খেলনার বেলুন কেড়ে নিল শিশুর প্রাণ

খেলনার বেলুন কেড়ে নিল শিশুর প্রাণ

শিশু হাফছা নুর নাদিয়া। ছবি: বার্তা২৪.কম

খেলতে খেলতে সেই বেলুন খেয়ে ফেলে শিশু হাফছা নুর নাদিয়া (৪)। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে সদর উপজেলার পিএমখালীতে এ ঘটনা ঘটে। নাদিয়া পিএমখালীর পরানিয়া পাড়ার মোহাম্মদ উল্লাহের মেয়ে।

নাদিয়ার মা রোজিনা আক্তার জানান, নিজ বাড়ির আঙিনায় বেলুন নিয়ে খেলা করছিল নাদিয়া। কিন্তু এক পর্যায়ে তা খেয়ে ফেলে সে। তারপর থেকেই তার বুকে ব্যথা করছে বলে জানায়। এর কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যায় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসক ও পরে কক্সবাজার নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বার্তা২৪.কমকে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বেলুন খেয়ে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন :