Alexa

খালেদার মুক্তি দাবিতে সিলেট বিএনপির অনশন

খালেদার মুক্তি দাবিতে সিলেট বিএনপির অনশন

সিলেটে প্রতীকী অনশন পালন করেছে বিএনপি

সিলেটে প্রতীকী অনশন পালন করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে শুরু হওয়া এ অনশন কর্মসূচি চলে দুপুর ১টায় পর্যন্ত। এতে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত ‍মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অনশন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :