Alexa

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

চট্টগ্রামে  বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১এপ্রিল) ভোর সাড়ে সোয়া পাঁচটায় উপজেলার ছোট ছনুয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে রিভলবারসহ চারটি অস্ত্র এবং ১৪৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত মো. দেলোয়ার হোসেন ওই এলাকায় স্থানীয় জলদস্যু হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‌্যাব।  তিনি স্থানীয় নুরুল আলমের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সহকারি পুলিশ সুপার (গণমাধ্যম) মাশকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে জানান, পটিয়ার ওই স্থানে জলদস্যুর একটি বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় দেলোয়ার মারা যান। তার বিরুদ্ধে পটিয়ার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :