Alexa

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই ও আজমিরীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ দু’টি দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো-লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের নুর আলমের ছেলে সামিউর আলম (২) ও আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের সোহেল মিয়ার ছেলে শ্রাবন মিয়া।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের সামিউল খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় সাংবাদিক এনামুল হক মিলাদ জানান, আজমিরিগঞ্জ উপজেলার নগর গ্রামের শ্রাবণ মিয়া স্কুল থেকে বাড়ি ফিরে পাশেই খেলতে যায়। অনেকটা সময় হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পর স্থানীয় নগর জামে মসজিদের পুকুরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

জেলা এর আরও খবর