Alexa

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কবির বিশ্বাস (৪২) নামে এক পাখি ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কবির হাজরাহাটি গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ডিঙ্গেদহ বাজারে ঝিনাইদহগামী ট্রাকের সাথে একটি পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাখি ভ্যানচালক কবির মারাত্বকভাবে আহত হন। তাকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :