Alexa

বঙ্গোপসাগর এখনো উত্তাল, নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

বঙ্গোপসাগর এখনো উত্তাল, নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

সমুদ্র সৈকতে কোনো পর্যটককে না নামার জন্য এবং বেড়িবাঁধের বাইরে অবস্থান করা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করছেন রেডক্রিসেন্ট সদস্যরা।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠছে।  এখনো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।  শুক্রবার সকাল থেকে ঢেউয়ের তীব্রতা আরও বাড়তে শুরু করে।

এদিকে সমুদ্র সৈকতে কোনো পর্যটককে না নামার জন্য এবং বেড়িবাঁধের বাইরে অবস্থান করা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং  করছেন রেডক্রিসেন্ট সদস্যরা।

কুয়াকাটায় অবস্থান করা পর্যটকরা সকাল থেকেই তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।

তবে গত দুই দিন মাছ ধরার ট্রলার এবং নৌকা সাগরে গেলেও আজ আর তাদের সাগরে যেতে দেখা যাচ্ছে না।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, ঘূর্ণিঝড় ফণী আঘাত হানলে  দূর্যোগের ক্ষয়ক্ষতি যাতে কম হ সেজন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেডিকেল টিম এবং সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সমুদ্র সৈকত কুয়াকাটায় অবস্থান করা পর্যটদের নিরপদে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা এবং উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :