Alexa

ফণী মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে বিশেষ কন্ট্রোল রুম

ফণী মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে বিশেষ কন্ট্রোল রুম

ফণী মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা, ছবি: বার্তা২৪.কম

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে পাঁচটি উপজেলায় বিশেষ কন্ট্রোল রুম গঠন করেছে জেলা প্রশাসন।

এছাড়াও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জেলা-উপজেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষেরা কোন সমস্যায় পড়লে স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নিতে পারে।

শুক্রবার (৩ মে) রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।

তিনি বলেন, 'আগামীকাল শনিবার আমাদের জেলায় ভয়াবহ এই ঘূর্ণিঝড় ফণীর প্রভাব পড়তে পারে। এরই লক্ষে ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার পাঁচটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই সাথে সকল চেয়ারম্যান ও গ্রাম্য পুলিশদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছে।'

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুল আলম খোকন সহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দরা।

আপনার মতামত লিখুন :