Alexa

একদিন পর সচল বেনাপোল বন্দর

একদিন পর সচল বেনাপোল বন্দর

বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানোতে ব্যস্ত শ্রমিকরা, ছবি: বার্তা২৪.কম

ভারতের ২৪ পরগনায় লোকসভা নির্বাচনের কারণে একদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল ১১টা থেকে এ পথে আমদানি-রফতানির পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করছে। বাণিজ্য শুরুতে বন্দরে ফিরে এসেছে কর্মচঞ্চল পরিবেশ।

এদিকে আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর এলাকায় বেড়েছে যানজট। এতে আমদানি পণ্যের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারীরা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বাণিজ্য সচলের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে বলেন, 'দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।'

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বার্তা২৪.কম-কে জানান, সোমবার (৬ মে) ভারতের ২৪ পরগনায় লোকসভা নির্বাচনে নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষের নির্দেশে বাণিজ্য বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে বাণিজ্য শুরু হলে ফের সবাই কাজে ব্যস্ত সময় পার করছেন।

আপনার মতামত লিখুন :