Alexa

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ইজিচালক নিহত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ইজিচালক নিহত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় সবুজ (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার পাঁচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ওই গ্রামের মোবারক হোসেনের ছেলে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইজিবাইকটি নান্দাইল থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পাঁচপাড়া গ্রামে পৌঁছলে পেছন দিক থেকে দ্রুতগামীর একটি ট্রাক ওই ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সবুজ নিহত হন।

এ সময় ওই ইজিবাইকে থাকা লিয়াকত হোসেন নামে এক যাত্রী আহত হন। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান।

 

আপনার মতামত লিখুন :