Alexa

টাঙ্গাইল চারাবাড়ি সড়কের ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যাহত

টাঙ্গাইল চারাবাড়ি সড়কের ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যাহত

টাঙ্গাইলের মানচিত্র, ছবি: সংগৃহীত

শনিবার (১১ মে) সকালে সদর উপজেলার চারাবাড়ি সড়কের সন্তোষ বাজারের পশ্চিম পাশে লালপুল নামের বেইলী ব্রিজটি ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা যায়, সকালে সদর উপজেলার চারাবাড়ি সড়কের সন্তোষ বাজারের পশ্চিম পাশে লালপুল নামে খ্যাত এ বেইলী ব্রিজে বালুভর্তি একটি বড় ট্রাক পারাপারকালে ব্রিজটি হেলে পড়ে। এ সময় দ্রুত ট্রাকটি ব্রিজ পার হয়ে সড়কে পৌঁছে যায়। এর কিছুক্ষণ পরই ব্রিজটি ভেঙে পড়ে। তবে ব্রিজটি ভেঙে পড়ার ফলে বর্তমানে টাঙ্গাইল জেলার পশ্চিম চরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

রশিদ, আমিনুর রহমানসহ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবৎ ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। ব্রিজটি মেরামত করা হচ্ছে এমন আশার কথা অনেক দিন ধরে বললেও ব্রিজটি শেষ পর্যন্ত ভেঙেই পড়ে। যদিও ট্রাকের অতিরিক্ত ওজনের কারণেই ব্রিজটি ভেঙে পড়েছে বলে ধারণা তাদের।

টাঙ্গাইলের এলজিইডির প্রধান প্রকৌশলী গোলাম আযম জানান, ব্রিজটি জেলার আঞ্চলিক সড়কে চলাচলে ব্যবহৃত হলেও এটা একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ কারণে ওই এলাকার জনস্বার্থে চলাচলের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :