Alexa

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা, ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় বেগম মমতাজ ওয়াহেদ (৫৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

রোববার (১২ মে) বেলা ৩টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলা সদরে সরকারি শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

নিহত স্কুল শিক্ষিকা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ এর সহধর্মিণী। গত শনিবার (১১ মে) দুপুর ২ টার দিকে কালীগঞ্জ থেকে মটর সাইকেল যোগে শ্যামনগর বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুদলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন।

পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :