Alexa

টাঙ্গাইলে ক‌লেজছাত্রী নিহ‌তের ঘটনায় সড়ক অবরোধ

টাঙ্গাইলে ক‌লেজছাত্রী নিহ‌তের ঘটনায় সড়ক অবরোধ

টাঙ্গাইলে আটিয়া মহিলা মহাবিদ্যালয় ক‌লে‌জের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলের দেলদুয়ারে দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ক‌লেজ ছাত্রী নিহত হওয়ার ঘটনায় সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছে শিক্ষার্থীরা।

‌সোমবার (১৩ মে) আটিয়া মহিলা মহাবিদ্যালয় ক‌লে‌জের শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী হয়ে টাঙ্গাইল-এলাসিন সড়কের সিলিমপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় শিক্ষার্থীরা জানায়, এটা দুর্ঘটনা নয় সরাসরি হত্যা। দ্রুতগতিতে সিএনজি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তারা চালককে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এর আগে সোমবার সকা‌লে শামিমা আক্তার বিথী (১৮) না‌মের ওই ক‌লে‌জের শিক্ষার্থী উপজেলার আটিয়া-মিল্ক ভিটা রো‌ডের আ‌টিয়া ইউ‌নিয়ন প‌রিষদ সংলগ্ন এলাকায় দুই‌টি সিএন‌জির মুখোমুখি সংঘ‌র্ষে নিহত হয়।

আপনার মতামত লিখুন :

জেলা এর আরও খবর