Alexa

বগুড়ায় গুলিবিদ্ধ হয়ে যুবক খুন

বগুড়ায় গুলিবিদ্ধ হয়ে যুবক খুন

নিহত মারুফ ইসলাম পাভেল, ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় নিজ ঘরে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন মারুফ ইসলাম পাভেল (৩০) নামের এক যুবক।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে শহরের দক্ষিণ চেলোপাড়ায় এ খুনের ঘটনা ঘটে। নিহত পাভেল দক্ষিণ চেলোপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পাভেল খুন হয় বলে স্থানীয়দের ধারণা।

তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ঘটনার পর নিহত পাভেলের ভগ্নীপতি আবু বক্করকে পু্লিশ আটক করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করেছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটার দিকে পাভেল তার বাসায় তিনতলায় শয়ন ঘরে গুলিবিদ্ধ হয় বলে তার ভগ্নীপতি আবু বক্কর পরিবারের সদস্যদেরকে জানায়। বক্কর নিজেই গুলিবিদ্ধ পাভেলকে নিচতলায় নামিয়ে আনার পর চিৎকার শুরু করেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস বার্তা২৪.কম-কে বলেন, 'নিহত পাভেলের বড় ভাই সুমন বেশ কয়েক বছর আগে খুন হন। আরেক ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এক বছর আগে পাভেলের বাবা মারা যান। শহরে তাদের প্রচুর সম্পত্তি রয়েছে। কয়েকটি বাড়ি ছাড়াও শহরে দোকান ঘর থেকে ভাড়া তুলে পাভেল জীবিকা নির্বাহ করত। অবিবাহিত পাভেল তার সৎ মার সঙ্গে একই বাড়িতে বসবাস করত। পাভেলের নিজের এক বোন ঢাকায় বসবাস করে। সৎ তিন বোনের মধ্যে দুই বোন বাবার পৈত্রিক বাড়িতেই বসবাস করে। সম্পত্তির ভাগাভাগি নিয়ে বোন ভগ্নীপতিদের সাথে পাভেলের বিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে থানায় একাধিকবার সালিশ দরবারও হয়েছে।'

পৌর কাউন্সিলর বলেন, 'স্থানীয়রা সন্দেহ করছেন সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই পরিকল্পিত ভাবে পাভেলকে খুন করে। তারা নিহতের ভগ্নীপতি আবু বক্করকেই সন্দেহের চোখে দেখছেন।'

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বার্তা২৪.কম-কে বলেন, 'তলপেটে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন দেখা গেছে। তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি। তবে নিহতের ভগ্নীপতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

আপনার মতামত লিখুন :

জেলা এর আরও খবর