Alexa

টেকনাফে মালয়েশিয়াগামী নারীসহ ৩১ রোহিঙ্গা আটক

টেকনাফে মালয়েশিয়াগামী নারীসহ ৩১ রোহিঙ্গা আটক

রোহিঙ্গা ক্যাম্প / ছবি: বার্তা২৪

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে নারীসহ ৩১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ মে) ভোরে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া থেকে তাদের আটক করা হয়। তারা সবাই সাগরপথে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি করছে পুলিশ। এদের মধ্যে ২০ নারী, ৪ শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এ বি এম এস দোহা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকায় দিয়ে সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে তিনিসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যান। এ সময় নারীসহ ৩১ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসেছেন। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ওই জায়গায় জড়ো হয়েছিলেন। তাদের থানায় রাখা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :