Alexa

চোরাবালিতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার

চোরাবালিতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার

ছবি: প্রতীকী

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে নেমে নিখোঁজ হওয়া শিশু সাকিবুল হাসান সাকিবের (৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে নিখোঁজ হয় সাকিব। বিকেলে তার লাশ উদ্ধার করা হয়েছে।

সাকিব দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের মুজিবনগর আবাসন গ্রামের সুজন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে পানি কম থাকায় সোমেশ্বরী নদীতে নামে শিশু সাকিব। এ সময় নদীর প্রবল স্রোতে চোরাবালিতে তলিয়ে যায় সে। পরে শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সাকিবের লাশ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :