ধরলার নয়নাভিরাম দৃশ্য দেখতে শত শত মানুষ
সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের ধরলা সেতু ও সেতুর পূর্বপ্রান্তের নদী রক্ষা বাঁধটি ওই এলাকার মানুষের জন্য বিনোদনের একমাত্র জায়গা। প্রতি ঈদে জেলার বিভিন্ন এলাকা থেকে ধরলার নয়নাভিরাম দৃশ্য এক মুহূর্ত উপভোগ করার জন্য লোকজন বেড়াতে আসেন এখানে।
সেতুটি জেলা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
সোমবার (১২ আগস্ট) ঈদের দিন সরেজমিনে গিয়ে দেখা যায়, ধরলা সেতু ও নদী রক্ষা বাঁধে শত শত মানুষের ঢল। অনেকেই পরিবার পরিজন কিংবা আত্মীয়-স্বজনকে নিয়ে বেড়াতে এসেছেন। আবার অনেকেই এসেছেন ছোট ছোট শিশুদের নিয়ে।
সদর উপজেলার পাঁচগাছি থেকে আসা মো. আখতারুজ্জামান বাবু (৩০), মামুনুর রশীদ (২৬), আবু রাজীন সরদার (৩২) বলেন, ‘আমরা সবাই ঢাকায় চাকরি করি। ঈদে বাড়িতে আসলে আমরা সবাই মিলে ধরলার পাড়ে বেড়াতে আসি। আমরা এখানে এসে নৌকায় ঘুরি। সেতু ও নদী রক্ষা বাঁধটিতে সময় কাটাতে খুবই ভালো লাগে।’
কুড়িগ্রাম পুরাতন থানা পাড়া এলাকা থেকে বেড়াতে আসা ইফ্ফাত তামান্না তমা (২৪), অনামিকা (২৫) বলেন, ‘আমরা ঢাকায় পড়ালেখা করি। পড়ালেখার চাপের কারণে কোথাও বেড়াতে যেতে পারি না। তাই ঈদের ছুটি পেলেই আমরা এখানে বেড়াতে আসি।’