Barta24

রোববার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

English

ঈদ বিনোদনে পদ্মা সেতু

ঈদ বিনোদনে পদ্মা সেতু
পদ্মা সেতু। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বার্তাটোয়েন্টিফোর.কম
মাদারীপুর


  • Font increase
  • Font Decrease

ঈদুল আজহার ছুটিকে আরও আনন্দময় করে তুলতে অনেকে ছুটে আসছেন পদ্মা সেতু নির্মাণের কাজ দেখতে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রতিদিনই মানুষের ঢল নামছে। প্রথম স্প্যান বসানোর পর থেকেই মানুষের আগ্রহ বাড়তে থাকে সেতুটিকে ঘিরে।

ঈদুল আজহার দ্বিতীয় দিনে বৈরী আবহাওয়া থাকার পরও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মা সেতুর পাড়ে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবীদের নিয়ে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসে শত শত মানুষ। এসব মানুষের পদচারণায় এক অন্য রকম মিলনমেলা লক্ষ্য করা গেছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/13/1565708893752.jpg

সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের মধ্যে অনেকে ট্রলার ও স্পিডবোট ভাড়া করে মাঝ নদীতে ঘুরে বেড়িয়েছেন। আর পদ্মা সেতুর দৃশ্য অবলোকন করেছেন। অনেকে পদ্মার পাড়ে ট্রাক ভাড়া করে সাউন্ড সিস্টেম বাজিয়ে নেচে বেড়িয়েছেন। কেউবা দূর থেকেই নির্মাণাধীন সেতুকে ফ্রেমবন্দী করতে ছবি তুলছেন। অনেকে আবার প্রিয়জনের হাত ধরে নদীর পাড় ও অ্যাপ্রোচ সড়ক দিয়ে হেঁটে সেতু ও রাস্তার সৌন্দর্য উপভোগ করছেন।

ফরিদপুরের বাখুন্ডা কলেজের শিক্ষক সেলিম মিয়া বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল পদ্মা সেতু এলাকায় আসব। তাই কয়েকজন বন্ধু মিলে সেতু দেখতে চলে এসেছি।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/13/1565708913671.jpg

বরিশাল বিএম কলেজের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্রী জান্নাতুল সীমা বলেন, ‘আমরা চার বন্ধু নির্মাণাধীন পদ্মা সেতু দেখতে এসেছি। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, আমাদের চোখের সামনে দৃশ্যমান। পদ্মা সেতুকে কাছ থেকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।’

তবে ঈদুল আজহার ছুটি থাকলেও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণকাজ। ‍দিনরাত অবিরাম কাজ করে যাচ্ছেন সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

বেনাপোলে ৪০ হাজার ইউএস ডলারসহ এক নারী আটক

বেনাপোলে ৪০ হাজার ইউএস ডলারসহ এক নারী আটক
বেনাপোলে ৪০ হাজার ইউএস ডলারসহ এক নারী আটক

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে সুরাইয়া বেগম (৩৫) নামে এক নারীকে ৪০ হাজার ৪০০ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৭ আগস্ট) রাত ১১ টার সময় ঢাকাগামী একটি বাস থেকে তাকে নামিয়ে ব্যাগ তল্লাশি করে এসব বৈদেশিক মুদ্রা আটক করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। আটক সুরাইয়া উত্তর ঢাকার  শাহ আলমের স্ত্রী।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পায় এক নারী বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ খবরে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করা হয়। এ সময় পরিবহনে থাকা সুরাইয়া নামে এক নারীকে আটক করা হয়। পরে তার সাথে থাকা হাত ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪০০ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ছুটি শেষে চালু বুড়িমারী স্থলবন্দর

ছুটি শেষে চালু বুড়িমারী স্থলবন্দর
বুড়ীমারী স্থলবন্দর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে টানা আটদিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকার পর স্থলবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারে ঈদের ছুটিতেও বন্দর স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

রোববার (১৮ আগস্ট) সকাল ১০ টায় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বাবুল এ তথ্য বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, উভয় দেশের যৌথ সিদ্ধান্তে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বন্দর ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঈদের ছুটি শেষ করে আবারও রোববার সকালে স্থলবন্দরের কার্যক্রম চালু করা হয়েছে। এর আগে শুক্রবার (৯ আগস্ট) থেকে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানি বন্ধ করা হয়।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) খন্দকার মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। যে কারণে পাসপোর্টধারী যাত্রীরা অনেকেই ভারতে ঘুরতে গেছেন। ভ্রমণ শেষে তারা দেশে ফিরতে শুরু করেছেন।’

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র