গ্যালাক্সি এস-১১ এ থাকবে স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্যালাক্সি এস-১১ এ থাকবে শক্তিশালী ক্যামেরা,ছবি: প্রতীকী

গ্যালাক্সি এস-১১ এ থাকবে শক্তিশালী ক্যামেরা,ছবি: প্রতীকী

জনপ্রিয় স্মার্টফোন বিক্রেতা স্যামসাং গ্যালাক্সি নোট-১০ প্লাস অবমুক্ত করার পরে এবার তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস-১১ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে।

প্রযুক্তি বিষয়ে বেশকিছু নিউজ পোর্টালে বলা হয়, গ্যালাক্সি এস-১১ এ স্যামসাং তাদের সর্বোচ্চ শক্তিশালী ক্যামেরা ব্যবহার করবে। এতে সুপার হাই কোয়ালিটি রেজুলেশন, উন্নতমানের জুম এবং অ্যাপেচার নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া এস-১১ দিয়ে স্বল্প আলোতেও মানসম্পন্ন ছবি তুলতে টেট্রাসেল প্রযুক্তি যুক্ত করা হবে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/26/1566832341780.jpg

ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস-১১ এ অ্যাপেচার নিয়ন্ত্রণে ট্রিপল লেন্স যুক্ত হবে। আর মানসম্পন্ন ছবি নিশ্চিত করতে উন্নত এইচডিআর প্রযুক্তি এবং নতুন টিওএফ সেন্সর ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি অবমুক্ত হওয়া স্যামসাং গ্যালাক্সি এস-১০ প্লাসের ট্রিপল ক্যামেরা সেটআপে যথাক্রমে ১২ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ (টেলিফোটো) এবং ১৬ (আলট্রা-ওয়াইড) লেন্স ব্যবহার করা হয়েছে।

সূত্র: টেক রাডার