অ্যাপল আর্কেড কে টেক্কা দিতে গুগল প্লে পাস!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুগল প্লে পাস, ছবি: সংগৃহীত

গুগল প্লে পাস, ছবি: সংগৃহীত

সর্বপ্রথম মোবাইল এবং ডেক্সটপে গেমিং সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেছে অ্যাপেল। কিন্তু এবার সেই প্রতিযোগিতায় নাম লেখাল গুগল। গুগলের এই গেমিং সার্ভিসের নাম হচ্ছে প্লে পাস।

সম্প্রতি টুইটারে গুগল এক বিবৃতিতে জানায়, অ্যাপল আর্কেডের মতই সুযোগ সুবিধা সম্পন্ন প্লে পাস নিয়ে কাজ করছে। যা খুব শীঘ্রই বাজারে ছাড়া হবে।

বিজ্ঞাপন

প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল অ্যান্ড্রয়েড পুলিসের প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে পাসের মাসিক সাবস্ক্রিপশন ফি ৪.৯৯ মার্কিন ডলার, যা অ্যাপল আর্কেডের সমান। ফাঁস হওয়া কিছু ছবিতে দেখা যায়, গেমিং সার্ভিসে মনুমেন্ট ভ্যালি, স্টারডিউ ভ্যালি এবং থ্রিস গেম। এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে প্রিমিয়াম অ্যাপগুলো বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

অ্যাপল আর্কেডের প্রথম সাবস্ক্রিপশনেই পাওয়া যাবে ১০০টি এক্সক্লুসিভ গেইম। যা অ্যাপেলের যেকোনো ডিভাইস থেকেই খেলা যাবে। এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হচ্ছে অফলাইনেই গেমগুলো খেলা যাবে। অ্যাপেল ব্যবহারকারীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে 'টাইম রিমাইন্ডার, যা বাবা-মা চাইলেই গেমিংয়ের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন  বাচ্চাদের।

এখন দেখার পালা হচ্ছে, গুগল তার প্রতিপক্ষ অ্যাপলকে টেক্কা দিতে গেমিং সার্ভিসে বাড়তি কি কি ফিচার যোগ করছে।
সূত্র: গ্যাজেটস নাও