Alexa

প্রার্থীগণ অনলাইনও মনোনয়ন ফরম দাখিল করতে পারবে: সিইসি

প্রার্থীগণ অনলাইনও মনোনয়ন ফরম দাখিল করতে পারবে: সিইসি

ছবি: বার্তা২৪

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম দাখিল করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হয়।

এই তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ ৫ ডিসেম্বর বলেও জানান তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচনী ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বরোপ করা হয়েছে। কমিশনের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে প্রার্থীদের তথ্য ব্যবস্থাপনা এবং নির্বাচনের পারিপার্শ্বিক পরিস্থিতি আদান-প্রদান পদ্ধতি সংক্রান্ত সফটওয়ার ও প্রোগ্রাম আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। সরাসরি অথবা অনলাইনেও মনোনয়ন পত্র দাখিলের বিধানও রাখা হয়েছে।’

 

নির্বাচন এর আরও খবর