Alexa

নির্বাচনের জন্য ইউএনডিপির প্রমো ভিডিও দেখলো চার কমিশনার

নির্বাচনের জন্য ইউএনডিপির প্রমো ভিডিও দেখলো চার কমিশনার

ছবি: বার্তা২৪

প্রার্থী, দল ভোটারদের সচেতনতা বাড়নোর লক্ষে ইউএনডিপি নির্মিত প্রমোশনাল ভিডিও দেখলো প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি ৪ কমিশনার।

মঙ্গলবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক বৈঠকে এই প্রোমো দেখানো হয়। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএনডিপির অন্তত দুইজন প্রতিনিধি এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, আচরণ বিধি, ও ভোটারদের সচেতনতা বৃদ্ধি জন্য বানানো প্রমোশনাল ভিডিও দেখানো হয়েছে বলে জানিয়েছেন, জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক আশাদুল হক।

তিনি বলেন, কমিশনের অনুমোদনের জন্যই এই প্রমো ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাড়ে ১১ টায় এই প্রদর্শন শুরু হয়। বেলা ১১টা ৫০ এ বৈঠক শেষ হয়।

আপনার মতামত লিখুন :