Alexa

ত্রিশালে এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ত্রিশালে এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী, ছবি: বার্তা২৪

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ওই আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন সরকার।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আবদুল মতিন সরকার বলেন, 'আগামী ৩১ মার্চ ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন। আমি নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ নির্বাচনে এ আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন করে বিভিন্ন সভা-সমাবেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। গত ১৯ মার্চ তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলকে লিখিতভাবে জানিয়েছি।'

তিনি অভিযোগ করে বলেন, 'সাংসদ রুহুল আমিন মাদানী ও নৌকার প্রার্থী ইকবাল হোসেন একসাথে বিভিন্ন সমাবেশে উপস্থিত হয়ে শুধু নির্বাচনী প্রচার সভায় বক্তৃতাই করছেন না, তা আবার ফলাও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।'

তিনি আরও বলেন, 'ত্রিশালের সাংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে তার সমর্থিত নৌকার প্রার্থীকে জয়ী করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছেন।'

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক প্রবীণ আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাহিদ খান ভোলা প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন এর আরও খবর