Alexa

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। নিহতদের সকলেই প্রবাসী বাংলাদেশি শ্রমিক।

বৃহস্পতিবার (২ মে) রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরাতে যাবার সময় মাইক্রোবাসের চাকা বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

গাড়িতে ড্রাইভারসহ মোট ১৭ জন ছিলেন। এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

গাড়িতে থাকা আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। দুইজন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনও নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :