Alexa

ফ্যাশনে নথ, নোলক ও নাকফুল

ফ্যাশনে নথ, নোলক ও নাকফুল

একটা সময় ছিল যখন শুধু বিবাহিতাদের মধ্যেই নাকফুল বা নথ পরার চল ছিল। কিন্তু সময়ের সাথে বদলেছে মানুষের মনোভাব ও ফ্যাশন ট্রেণ্ড। নাকফুল এখন সব বয়সের মেয়েদের অন্যতম পছন্দের গয়না। ট্র্যাডিশনাল থেকে ক্যাজ়ুয়াল অথবা ওয়েস্টার্ণ থেকে হালের প্যান্ট-টপ, জাম্পস্যুট, ম্যাক্সি ড্রেসের সঙ্গেও হরদম পরা হচ্ছে নানা ধরণের নাকফুল। নাকে বৈচিত্র্য ট্রেডিশনাল পোশাকের সাথে হুপস বা রিংয়ের নথগুলো বেশ ভালোই মানিয়ে যায়। শাড়ি বা ভারি পার্টি ড্রেস পরে আপনি কোন বিয়ে, হলুদের অনুষ্ঠান,বর্ষ বরণ বা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে গেলে পরতে পারেন ভারী ডিজাইনের হুপস বা রিং। তবে ভারি পোশাকের সাথে হাল্কা নোজ রিং গুলোও বেশ ট্রেণ্ডি। আধুনিকাদের কাছে বিডেড রিং রয়েছে পছন্দের তালিকায়। ক্যাজুয়াল বা ওয়েস্টার্ণ পোশাকের সঙ্গে রংবেরঙের বিডেড রিং পরে নেওয়া যায়। দেখায়ও স্টাইলিশ। প্যান্ট-টপ, জাম্পস্যুট, ম্যাক্সি ড্রেসের সঙ্গে নোজ স্টাড বা পিন অথবা সানিয়া মির্জা স্টাইলে ছোট্ট একটি রিংও পরতে পারেন। যে কোনও মুখের গড়নের সঙ্গে এই নোজ স্টাড বেশ ভালো মানিয়ে যায়। সব সময় ব্যবহারের জন্য পরতে পারেন হিরের নাকফুল। আর এখন ট্রেণ্ড হচ্ছে একটু বড় ধরণের নানা রংয়ের পাথরের নাকফুল। যেটি সব ধরণের পোশাকের সাথেই খুব ভালো দেখায়। তবে মুখের গড়নের ওপর নির্ভর করে এ নাকফুল কিনলে ফ্যাশনেবল লাগবে দেখতে। নাকে নকশা সাদা পাথরের নাকফুলের আবেদন চিরন্তন। এখন বেশি চলছে হিরের নাকফুল ও একটু বড় পাথরের নোজ পিনগুলো। নাকফুলের ওপর গোলাকার, চৌকোণ, তারা, ফুল ও ত্রিভুজ আকৃতির বিভিন্ন রঙের পাথর বসানো থাকে।তাতে থাকে বাহারি সব ডিজাইন।আর গোলাকার, ত্রিকোণ বা চৌকো বিভিন্ন নকশার নথ এসেছে বাজারে। শুধু সোনা বা সোনার মধ্যে পাথর বসানো নথেই রয়েছে বেশ কয়েকটি নকশা। তাছাড়া নোলকেও রয়েছে এখন নানা ধরণের ডিজাইন। কার জন্য কেমন নাকফুল ফ্যাশন যাই বলুন, তা ব্যক্তির সঙ্গে মানানসইও হওয়া চাই। নাক ও মুখের গড়নের সঙ্গে নাকফুল কিংবা নাকের নথটি মানাচ্ছে কি না তাও দেখতে হবে।মুখ আর নাক ছোট হলে ছোট নাকফুল ভালো মানায়। আর লম্বা নাক ও বড় মুখের সঙ্গে বড় নাকফুল পরা ভালো। কোথায় পাবেন নাকফুল সোনা ও হিরের নাকফুল বা নোলক পাবেন ঢাকার বায়তুল মোকাররম, বসুন্ধরা সিটি শপিং মল, কর্ণফুলী গার্ডেন সিটি, ইস্টার্ন প্লাজা, ডায়মন্ড ওয়ার্ল্ড, আড়ং বা যেকোনো গয়নার দোকানে। ইমিটেশন নাকফুল বা নথ পাবেন ঢাকার নিউমার্কেট, চকবাজার, চাঁদনি চক ও গাউছিয়ায়। নথ সোনার দোকান ছাড়াও বিভিন্ন শপিং মলের প্রসাধনীর দোকানে পাবেন। দরদাম রুবি, পান্না, চুনি, নীলা, জিরকন প্রভৃতি পাথর বসানো সোনার নাকফুল পাবেন ৮০০ থেকে ১৫০০ টাকায়। আর শুধু স্বর্ণের নাকফুল পাবেন ডিজাইন ও ভরির দামের ওপর ভিত্তি করে। বিভিন্ন ডিজাইনের হিরের নাকফুল হিরের আকৃতিভেদে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। রুপার নাকফুলের দাম কিছুটা কম। রুপার ৪০০ থেকে ১৫০০ টাকায়। ইমিটেশনের টিপ নাকফুল ও নথের দাম পড়বে ৫০ থেকে ১০০ টাকা।

আপনার মতামত লিখুন :