Barta24

শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

English Version

করণের জন্য বানসালিকে হারালেন আলিয়া?

করণের জন্য বানসালিকে হারালেন আলিয়া?
সঞ্জয়লীলা বানসালি, আলিয়া ভাট ও করণ জোহর
বিনোদন ডেস্ক


  • Font increase
  • Font Decrease

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

করণের হাত ধরেই হয়েছে তার বলিউড অভিষেক।

আলিয়ার অভিনীত প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’।

মুক্তি পায় ২০১২ সালে।

এতে আলিয়ার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/14/1536917378478.jpg

এখন অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির কাজ করছেন তিনি।

এতে তার সহশিল্পী প্রেমিক রণবীর কাপুর।

‘ব্রক্ষ্মাস্ত্র’ শেষে করণের ‘কলঙ্ক’ ছবির কাজে হাত দেবেন আলিয়া।

অনেক আগেই দেওয়া হয়েছিলো সে ঘোষণা।

চমকপ্রদ তথ্য হলো-

‘কলঙ্ক’র আগে নাকি সঞ্জয়লীলা বানসালির একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন আলিয়া।

কিন্তু করণ জোহরের ‘কলঙ্ক’ ছবির প্রস্তাব পাওয়ার পর বানসালির ছবির প্রস্তাবটি ফিরিয়ে দেন মহেশকন্যা।

এদিকে, বানসালির বেশিরভাগ ছবির নায়িকা হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।

তবুও তাকে বাদ দিয়ে আলিয়াকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় এই পরিচালক।

কিন্তু আলিয়া করণের ছবিটির জন্য হ্যা করায় বানসালিকে হারাতে হলো তাকে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/14/1536917397304.jpg

এখন ভবিষ্যতে বানসালি আলিয়ার সঙ্গে কাজ করবেন কিনা সেটাই দেখার অপেক্ষা।

করণ জোহরের ‘তাখত’ ছবিতেও কাজের প্রস্তাব পেয়েছেন আলিয়া।

এতে তিনি সহশিল্পী হিসেবে পাবেন অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং ও জানভী কাপুর।

আপনার মতামত লিখুন :

দীপিকার ভক্ত তামান্না

দীপিকার ভক্ত তামান্না
তামান্না ভাটিয়া ও দীপিকা পাড়ুকোন

‌‘বলিউড ইন্ডাস্ট্রিতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি দীপিকা পাড়ুকোনকে। তাকে ভালোবাসি। আর তার চোখ দুটি তো অসাধারণ। তার পরীক্ষামূলক আচরণ থেকে শুরু অল্প স্বল্প সবকিছুর পূজা করি আমি।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সকলের সঙ্গে এমনটাই শেয়ার করলেন দীপিকার অন্যতম ভক্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া।

বলিউডে যেমন দীপিকাকে পছন্দ করেন তামান্না, ঠিক তেমনিভাবে তার প্রিয় একজন হলিউড তারকাও রয়েছেন। তিনি হলেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/19/1563535879836.jpgপ্রিয় এই তারকা প্রসঙ্গে তামান্না বলেন, ‘হলিউডে আমার পছন্দের অভিনেত্রী হলেন মেরিল স্ট্রিপ। তিনি যেভাবে অভিনয় করেন তার প্রতিটি ধরন আমার খুব ভালো লাগে। ৭০ বছর বয়সে এসেও তিনি যেভাবে বিভিন্ন চরিত্রের জন্য সঙ্গে নিজেকে মানিয়ে নেন তা সত্যি অসাধারণ।’

সন্তানদের নিয়ে মালদ্বীপে শাহরুখ

সন্তানদের নিয়ে মালদ্বীপে শাহরুখ
তিন সন্তানের সঙ্গে মালদ্বীপ বিমানবন্দরে শাহরুখ খান

আপাতত কোন ছবির কাজ নেই শাহরুখ খানের হাতে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ছেলে আরিয়ান খান, আবরাম খান ও মেয়ে সুহানা খানকে নিয়ে মালদ্বীপ ভ্রমণে বেরিয়ে পড়লেন বলিউডের এই সুপারস্টার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খান পরিবারের মালদ্বীপের একটি ছবি। যেখানে শাহরুখ ও আবরামকে দেখা গেছে সাদা টি-শার্টে। আরিয়ান ও সুহানা পরেছেন কালো রঙের পোশাক। তবে এই সফরে দেখা মেলেনি শাহরুখপত্নি গৌরি খানের।

সবশেষ ‘জিরো’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি।

আজ (১৯ জুলাই) মুক্তি পেয়েছে হলিউড ছবি ‘দ্য লায়ন কিং’। ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল এবং তেলেগু—এই তিনটি ভাষায় মুক্তি পেয়েছে অস্কারজয়ী ছবিটি। আর হিন্দি সংস্করণে মুফাসা চরিত্রে শাহরুখ এবং সিম্বা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র