Barta24

শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

English Version

প্রথম সন্তানের মা হচ্ছেন সুরভিন চাওলা

প্রথম সন্তানের মা হচ্ছেন সুরভিন চাওলা
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক


  • Font increase
  • Font Decrease

২০১৫ সালে ইতালিতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা ও ব্যবসায়ী অক্ষয় ঠাক্কার। কিন্তু কাকা-পক্ষীও জানতে পারেনি ‘হেট স্টোরি’খ্যাত এই তারকার বিয়ের কথা। পরে একই বছরের ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন সুরভিন।

কিন্তু বিয়েটা লুকানো গেলেও, মাতৃত্ব যায় না। আর ঠিক এমনটিই ঘটলো। পরিবারে নতুন অতিথি আসার সুসংবাদ লুকিয়ে রাখেননি সুরভিন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সুরভিন সোশ্যাল মিডিয়ায় স্বামী অক্ষয় ঠাক্কারের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন। ফটো ফ্রেমে বাঁধানো ওই ছবিটি। তার সামনে রাখা ছিল বাচ্চাদের জুতা। ঘোষণা করেন মা হওয়ার খবর।

ছবিটির ক্যাপশনে সুরভিন লিখেছেন ‘‘এই সময়টায় আমার জীবনে এমন কিছু ঘটছে, যা ঘটারই কথা ছিল। কিছুটা বিস্ময়ের মতোই। তবে এই বিস্ময় অত্যন্ত মিষ্টি। ছোট্ট দুটি পায়ে আমাদের জীবনে নতুন জীবন আসছে।’’

সুরভিন চাওলা একতা কাপুরের ‘কাহিঁ তো হোগা’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই টেলিভিশনে অভিষেক ঘটে। ‘কসৌটি জিন্দগী কে’ ও ‘কাজলে’র মতো টিভি শোতেও অভিনয় করেছেন। ‘হাম তুম শাবানা’র মধ্যে দিয়ে বলিউডের পা রাখেন। সফল চলচ্চিত্র ‘হেট স্টোরি ২’ এবং ‘পার্চড’।

‘সেক্রেড গেমস’-এর মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছেন। তার উপর আবার বাড়িতে নতুন অতিথি আসার খবর। সব মিলিয়ে বলা যেতেই পারে, ইদানীং সময়টা বেশ ভালই যাচ্ছে সুরভিনের।

আপনার মতামত লিখুন :

একদিনেই ১ মিলিয়ন 'গাল্লিবয়' রানা

একদিনেই ১ মিলিয়ন 'গাল্লিবয়' রানা
'গাল্লিবয়' রানা

কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম 'গাল্লিবয়' নামের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব। তারপর 'গাল্লিবয়' রানা ইন্টারনেট জুড়ে ভাইরাল।

'গাল্লিবয়' রানা এতটাই ভাইরাল যে ১৭ জুলাই ইউটিউবে 'গাল্লিবয় পার্ট-২' শিরোনামের গান প্রকাশের একদিনেই ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে । গানটিতে রান প্রশ্ন রেখেছেন, আমি রানা, আমার সবটাই জানা। আমার মত আছে হাজার রানা। এক গান গেয়ে আমি আজ ভাইরাল, বাকী রানাদের বলো কি হবে কাল?

বরাবরের মতোই গানটির কথা, সুর ও ভিডিও নির্মাণ করেছেন মাহমুদ হাসান তবীব। গানটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন মাহমুদ হাসান তবীব।

এই বছরের মে-জুন মাসের রানার সঙ্গে পরিচয় হয় তবীবের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে র‌্যাপ গান শোনাতো রানা। তবীবের সঙ্গে রানার পরিচয়ের পর বলিউডের 'গাল্লিবয়' নাম জুড়ে দেন রানার নামের সঙ্গে। তারপর রানার গাওয়া 'গাল্লিবয়' নামের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি।

আনন্দ কুমারের পা ছুঁয়ে হৃতিকের সম্মান

আনন্দ কুমারের পা ছুঁয়ে হৃতিকের সম্মান
আনন্দ কুমারকে পা ছুঁয়ে সম্মান জানাচ্ছেন হৃতিক রোশন

গত ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত ‘সুপার থার্টি’। ভারতের পাটনার গণিত শিক্ষক আনন্দ কুমারের জীবনী নিয়ে নির্মিত ছবিটি এরইমধ্যে আয় করে নিয়েছে ৭০ কোটি রুপি।

ছবিটির প্রচারণার জন্য পাটনা শহরে গিয়েছিলেন হৃতিক রোশন। এ কারণে বৃহস্পতিবার (১৮ জুলাই) হোটেল মৌরিয়াতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। যেখানে ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন আনন্দ কুমারও।

চমকপ্রদ তথ্য হলো, সম্মেলনে উপস্থিত সকলের সামনে আনন্দ কুমারের পা ছুঁয়ে তাকে সম্মান জানান হৃতিক।

এমন সম্মানে আবেগ আপ্লুত আনন্দ কুমার বলেন, ‘হৃতিক যখন এসেছিলেন সেসময় গুরু পূর্নিমা ছিল। এই দিনটিতে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের পা ছুঁয়ে প্রণাম করে। আর এটি জানার পর হৃতিকও আমার পা ছুঁয়ে প্রণাম করেন। সবকিছুর জন্য ধন্যবাদ জানাতে চাই বলিউডের এই অভিনেতাকে। বিশেষ করে আমার গল্পটি বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য তার কাছে কৃতজ্ঞ।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/18/1563459345069.jpg১৯৯৪ সালে আনন্দ কুমার কেমব্রিজে পড়ার সুযোগ পেয়েছিলেন। শুধু প্লেনের টিকিটের টাকা জোগাড় করতে পারেননি। তাই কেমব্রিজে পড়ার স্বপ্ন সেখানেই ভেঙে যায় তার।

নিজের স্বপ্ন সত্যি হয়নি, তাই অন্যের স্বপ্ন পূরণে নেমে যান আনন্দ কুমার। যেসব গরিব ছাত্র স্বপ্ন দেখত আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) পড়ার, নিজের স্বল্প আয়ের পুরোটাই তিনি খরচ করতেন ওই ছাত্রদের খাওয়া, পড়া, থাকা আর লেখাপড়ার খাতে।

২০০২ সাল থেকে আনন্দ কুমার নিজের কোচিং সেন্টার চালু করেন। সেখানে প্রতি বছর বিহারের সেরা ৩০ জন গরিব মেধাবী ছাত্র একেবারে বিনা পয়সায় ‘সুপার থার্টি’ প্রজেক্টের অধীনে আইআইটির ভর্তি পরীক্ষার জন্য কোচিং করার সুযোগ পায়। ২০১৮ সাল পর্যন্ত আনন্দ কুমারের কোচিং থেকে ৪৮০ জনের ভেতরে ৪২২ জন চান্স পায়।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র