Alexa

বলিউডে পা রাখছেন জহির খান!

বলিউডে পা রাখছেন জহির খান!

জহির খান ও সুনিল শেঠি

সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ছবি। যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে, ভারতের ক্রিকেটার জহির খান ও বলিউড অভিনেতা সুনিল শেঠিকে। এরপর থেকেই শুরু হয়েছে নতুন এক গুঞ্জনের। শোনা যাচ্ছে- শিগগিরই নাকি বলিউডে পা রাখতে যাচ্ছেন জহির।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি দেখা করেছেন জহির খান ও সুনিল শেঠি। দু’জনের মিলে আড্ডা দিয়েছেন। সেই সঙ্গে একটি ছবির চিত্রনাট্য নিয়েও আলোচনা করেছেন তারা। যেটি ক্রিকেট খেলার উপর নির্মিত হবে। তবে এ বিষয়ে এখনও পর‌্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি সুনিল-জহিরের পক্ষ থেকে।

এবারই প্রথম নয়, এর আগে ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর শোনা গিয়েছিলো জহিরের বলিউড অভিষেকের গুঞ্জন। তবে এখন শুধু অপেক্ষা সুনিল-জহিরের আনুষ্ঠানিক ঘোষণার।

আপনার মতামত লিখুন :