Alexa

জাপটে থাকুক অদ্ভুত প্রেম

জাপটে থাকুক অদ্ভুত প্রেম

ইরফান সাজ্জাদ ও সাফা কবির

বিনোদন ডেস্ক

মানুষের সঙ্গে মানুষের পরিচয়, ভালো লাগা, প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মধ্যে অদ্ভুত হয়। অনেকটা ভাবনার ওপর দিয়ে চলে যায়। জুবায়ের ও রাকার গল্পের ব্যাপারটা এমনই। ‘জাপটে থাকুক প্রেম’ নাটকে দেখা যাবে এটি।

জুবায়ের চরিত্রে ইরফান সাজ্জাদ ও রাকার ভূমিকায় অভিনয় করেছেন সাফা কবির। এছাড়াও আছেন তিয়া রহমান, মিলি বাশার ও ফয়সাল হাসান।

এ নাটকের পান্ডুলিপি সেতু আরিফের, পরিচালনা করেছেন রাইসুল তমাল। ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।

আরটিভিতে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে এটি। এরপর রাত ৯টায় নাটকটি উন্মুক্ত হবে জেএমআর এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

বিনোদন এর আরও খবর

শাওনের ‘ইলশে গুঁড়ি’

শাওনের ‘ইলশে গুঁড়ি’

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন পরিচালক-অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন। বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ হুমায়ূন আহমে...