Alexa

‘পৃষ্ঠা নং ১৩২’-এ মিলন-অর্ষা প্রেম কাহিনি!

‘পৃষ্ঠা নং ১৩২’-এ মিলন-অর্ষা প্রেম কাহিনি!

‘পৃষ্ঠা নং ১৩২’ নাটকের দৃশ্যে আনিসুর রহমান মিলন ও নাজিয়া হক অর্ষা

উদীয়মান লেখক হাসান। একটি উপন্যাস লেখার উদ্দেশ্যে শ্রীমঙ্গলে যায়। সেখানে বাল্যবন্ধু রবিনের বাংলোতে উঠে। একদিন পাহাড়ী চূড়ার ভাঁজে রিনি নামের এক স্বাস্থ্যকর্মীকে দেখতে পান হাসান। তারপর ক্ষণিকের দেখা অচেনা মেয়েটি বার বার তাকে ইশারায় ডাকে। হাসানও ছুটে যেতে থাকে মেঘে ঘেরা পাহাড় চূড়ায়।

শব্দের পাহাড় ডিঙিয়ে ঝিরিতে ঝাপিয়ে পড়ে, যেখানে গল্প খোঁজার জন্য রাত জাগতে হয় না। শুধু চেয়ে থাকলেই হাজারো পাতা এসে কানে কানে গল্প শোনায়। এমনই এক নির্জনতায় হাসান হেঁটে চলে। আর এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পৃষ্ঠা নং ১৩২’।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/10/1547119821912.jpg

দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও নাজিয়া হক অর্ষা।

সম্প্রতি শ্রীমঙ্গলে ‘পৃষ্ঠা নং ১৩২’র দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে মিলন-অর্ষা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, দাউদ নূর, মর্জিনা সুমি প্রমুখ। শুক্রবার (১১ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।

আপনার মতামত লিখুন :