Alexa

ভালোবাসা দিবসে হাবিবের সুরে পড়শী

ভালোবাসা দিবসে হাবিবের সুরে পড়শী

হাবিব ওয়াহিদ ও পড়শী

বিনোদন ডেস্ক

নতুন বছরে নতুন গান নিয়ে ভক্তদের মন জয় করতে আসছেন পড়শী। সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে গানটি প্রকাশিত হবে ভালোবাসা দিবসে। তবে গানটির নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

ফেব্রুয়ারিতে আসছে পড়শীর গাওয়া আরও তিনটি গান। এর আগেও পড়শী হাবিব ওয়াহিদের সঙ্গে অনেক কাজ করেছেন।

সবশেষ গত বছর হাবিব ওয়াহিদের পরিচালনায় একটি কোমল পানীয় জিঙ্গেলে গেয়েছেন তিনি। এর আগে, ২০১৫ সালে এস এ হক অলিকের ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিতে ‘মনের দুয়ার খুলে দিলাম’ গানটি গেয়েছেন এই দুই জনপ্রিয় সংগীতশিল্পী।

বিনোদন এর আরও খবর

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে!

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে!

পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ২০০৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু রাজীব শ্রাবন্তীকে নান...