Alexa

শুরু হলো অক্ষয়-কারিনার ‘গুড নিউজ’

শুরু হলো অক্ষয়-কারিনার ‘গুড নিউজ’

কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার

সবশেষ ২০১২ সালে ‘তেরি মেরি কাহানি’ ছবিতে দেখা গেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী কারিনা কাপুর খানকে। এরপর একসঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাদের।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/23/1548235477455.jpg

চমকপ্রদ তথ্য হলো- ৭ বছর পর আবার একসঙ্গে রূপালি পর্দায় ফিরছেন এই জুটি। রাজ মেহতা পরিচালিত ও করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান।

বুধবার (২৩ জানুয়ারি) ছবিটির শুটিং শুরু করেছেন কারিনা কাপুর খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার মেক-আপ আর্টিস্ট ও বন্ধু মাইকি।

এছাড়া টুইটারে একটি ছবি শেয়ার করে প্রযোজক করণ জোহর জানিয়েছেন আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুড নিউজ’।

‘গুড নিউজ’-এ অক্ষয়-কারিনার পাশাপাশি আরও দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা দিলজিৎ দশাঞ্জকে।

আপনার মতামত লিখুন :