Alexa

সাইফ-কারিনার থেকেও বড় তারকা তৈমুর: সারা

সাইফ-কারিনার থেকেও বড় তারকা তৈমুর: সারা

ছবি: সংগৃহীত

তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের একমাত্র সন্তান তৈমুর আলি খান। বয়স মাত্র দুই বছর। তার মধ্যেই প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকা রপ্ত করে ফেলেছে সে। তার ভক্তের সংখ্যাও দিনে দিনে বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় তার কোনও ছবি বা ভিডিও পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

বাবা সাইফ আলি খান ও মা কারিনা কাপুর খানের থেকেও বড় তারকা বনে গেছে ছোট তৈমুর।

এদিকে, ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন সাবেক দম্পতি সাইফ-অমৃতার মেয়ে সারা আলি খান। তিনি এখন যেখানেই যান সেখানেই তাকে ঘিরে রাখে পাপারাজ্জিরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন সারা। যেখানে তৈমুর সম্পর্কে জানতে চাওয়া হয় সারার কাছে। আর সেখানেই এক প্রশ্নের জবাবে ‘কেদারনাথ’খ্যাত এই অভিনেত্রী বলেন, সাইফ আলি খান, কারিনা কাপুর খান বা তিনি নিজে নন, পতৌদি খানদানের সবচেয়ে বড় তারকা তৈমুর।

এ প্রসঙ্গে সারার ভাষ্য, তৈমুর হাঁটলেও সেটি নিয়ে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু এই একই জিনিসের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়।

আপনার মতামত লিখুন :