Alexa

গাঙচিল সিনেমার শুটিং হচ্ছে কোম্পানীগঞ্জে

গাঙচিল সিনেমার শুটিং হচ্ছে কোম্পানীগঞ্জে

গাঙচিল সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন, ছবি: বার্তা২৪.কম

গিয়াস উদ্দিন রনি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঙচিল সিনেমার শুটিং চলছে। সিনেমার শুটিংয়ের কথা শুনে কাছে থেকে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখতে প্রচুর মানুষ ভিড় করছেন শুটিং স্থলে।

বুধবার (৬ ফেব্রয়ারি) প্রথম ধাপের শুটিং শুরু হয়, চলবে টানা ৭ দিন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ চলচ্চিত্র নির্মিত হচ্ছে।
২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গাঙচিল উপন্যাস রচনা করেন।

উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের গাঙচিল এলাকার নামে এ উপন্যাসটির নামকরণ করা হয়। যার গল্প তৈরি হয়েছে একটি চরে বসবাসরত মানুষদের ঘিরে।

কোম্পানীগঞ্জের গাঙচিল এলাকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার বিভিন্ন দৃশ্য চিত্রায়িত হচ্ছে। গাঙচিল একটি গল্প নির্ভর উপন্যাস হলেও, সিনেমা হচ্ছে পুরোপুরি বাণিজ্যিক।

নঈম ইমতিয়াজ নেয়ামুল সিনেমাটি পরিচালনা করছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/08/1549579528666.jpg

এই সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও পূনির্মা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় অতিথি হিসেবে একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সিনেমার পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বার্তা২৪.কমকে শুটিংয়ের ফাঁকে আলাপচারিতায় বলেন, মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। আশা করি এ বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি দর্শকরা দেখতে পাবেন।

গাঙচিলের চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোধ্যায়।

বিনোদন এর আরও খবর