Alexa

‘চুপচাপ কষ্ট’ তে এভ্রিল

‘চুপচাপ কষ্ট’ তে এভ্রিল

জান্নাতুল নাঈম এভ্রিল, ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন, বার্তা২৪.কম

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় জান্নাতুল নাঈম এভ্রিল বেশ আলোচিত থাকলেও পরবর্তীতে তাকে নিয়ে আর আলোড়ন সৃষ্টি হয়নি। তবে এবার আলোড়ন সৃষ্টি করতে আসিফের গানে মডেল হচ্ছেন তিনি।

ইথুন বাবুর কথা ও সুরে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আসছে আসিফের নতুন গান ‘চুপচাপ কষ্ট’ গানটি। গানটিতে আসিফের পাশাপাশি মডেল হিসেবে দেখা যাবে এভ্রিলকে।

এর আগে ২০১৭ সালে আসিফ আকবরের ‘কসম’ শিরোনামের একটি গানে মডেল হয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন এই তারকা।

উল্লেখ্য, জান্নাতুল নাঈম এভ্রিল ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন ক্ষণিকের জন্য। বিয়ের তথ্য লুকানোর জন্য পরবর্তীতে তার মাথার মুকুট চলে যায় অন্য কারও কাছে। এভ্রিল বাংলাদেশের একজন উঠতি মডেল, তবে একজন মহিলা বাইকার হিসেবেও সমানভাবে তিনি পরিচিত।

বিনোদন এর আরও খবর