Alexa

‘হ্যাশট্যাগ মি টু’তে নুসরাত ফারিয়া

‘হ্যাশট্যাগ মি টু’তে নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া / ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

আরজে থেকে অভিনয়ে আবার অভিনয় থেকে আরজেতে ফিরছেন নুসরাত ফারিয়া। দীর্ঘদিন বিরতির পর আবার একটি এফএম’র আরজে হচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আরজে রাসেলের প্রযোজনা ও পরিকল্পনায় ‘হ্যাশট্যাগ মি টু’ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি।

সমাজের সব বয়সের ছেলেমেয়েদের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা তারা মুখ ফুটে বলতে পারে না। এই অনুষ্ঠানটি মূলত তাদের কেন্দ্র করেই বলে জানান নুসরাত ফারিয়া।

তিনি বলেন, ‘এ অনুষ্ঠানটি একসঙ্গে অডিও-ভিডিও ধারণ করা হবে। এছাড়া ইউটিউব ও টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার করা হতে পারে। আর যারা অনুষ্ঠানে গল্প বলতে আসবেন, তাদের চেহারা দেখানো হবে না এবং তাদের নাম পরিচয় সব গোপন রাখা হবে।’

আজ থেকে তিন বছর আগে একটি এফএম রেডিওর ‘বন্ধুত্বের বুধবার’ নামে একটি অনুষ্ঠানের আরজে ছিলেন বড় পর্দার অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বিনোদন এর আরও খবর

বুলবুল স্মরণে নিবেদন

বুলবুল স্মরণে নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে হতে যাচ্ছে “সব ক’টা জানালা খুলে দাও না” শীর্ষক অনু...

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে!

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে!

পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ২০০৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু রাজীব শ্রাবন্তীকে নান...