Barta24

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

English Version

কোটির ঘরে তাহসান-রাইসার ‘লক্ষীসোনা’

কোটির ঘরে তাহসান-রাইসার ‘লক্ষীসোনা’
কোটির ঘরে তাহসান-রাইসার ‘লক্ষীসোনা’, ছবি: সংগৃহীত
স্টাফ করেসপন্ডেন্ট
বিনোদন
বার্তা২৪.কম


  • Font increase
  • Font Decrease

এ বছরের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন' সিনেমা।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটি পর্দায় দেখে দর্শকরা যেমন হেসেছেন অনেকে আবার কেঁদেছেনও। কারণ পুরো সিনেমার গল্পটাই হচ্ছে বাবা- মেয়ের আবেগপূর্ণ ভালোবাসাকে কেন্দ্র করে।

ভালোবাসার মুহূর্তগুলোকে মনে রাখার জন্য নির্মাতাও পুরো ছবিটিতে একটি গানই বেশি দেখিয়েছেন। আর এই সিনেমার সেই সুপারহিট গান হচ্ছে ‘লক্ষ্মীসোনা ’ গানটি। গানটি এখন সবার মুখে মুখে।

৩ জানুয়ারি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে ‘লক্ষীসোনা' গানটির ভিডিও প্রকাশ করা হয়। এরইমধ্যে গানটির ভিউয়ার্স ছাড়িয়েছে ১ কোটি।

ছবিটিতে পর্দার পিছন থেকে গান করেছেন সংগীতশিল্পী হৃদয় খান। আর গানের ভিডিওতে দেখা গেছে সঙ্গীত তারকা ও ছবিটির নায়ক তাহসান খান ও শিশু শিল্পী রাইসা। গানের ভিডিওতে বাবা-মেয়ের দারুণ এক রসায়ন তুলে ধরেছেন নির্মাতা।

এস এ হক অলিকের লেখা গানের কথাগুলো হচ্ছে, লক্ষীসোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমো মায়া ভরা তোরই মুখে। কলিজায় তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো। রূপকথা তুই তো আমারি, জীবনের চেয়ে আরো দামি...।

গানটি ভিউয়ার্স নিয়ে রাইসা বার্তা২৪.কমকে বলেন, আমার অভিনীত এই গানটি এত অল্প সময়ে এতো বেশিবার দেখা হবে আমি ভাবতেই পারিনি। আমার খুব ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না, আমি অনেক খুশি। আনন্দে আপ্লুত হয়ে রাইসা আরও বলে লক্ষীসোনা গানটি অনেকে বাচ্চাদের নিয়ে ভিডিও করে ফেসবুকে শেয়ার দিচ্ছে যা আমার খুবই ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

তাহসান ও রাইসা ছাড়া ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।

আপনার মতামত লিখুন :

বিয়ের পর শপথ

বিয়ের পর শপথ
নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী

শপথগ্রহণ করলেন টালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। মঙ্গলবার (২৫ জুন) সংসদে গিয়ে শপথগ্রহণ করেন তারা।

শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সাদা সালোয়ার-কামিজ বেছে নিয়েছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তবে বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের সাজ ছিল চোখে পড়ার মতো। সাদা-বেগুনি পাড়ের শাড়ি পরেছিলেন নুসরাত। সিঁথিতে ছিল চওড়া করে সিঁদুর দেওয়া। দুই হাত ভর্তি ছিল চূড়া। এমনকি সুন্দর নকশা করে দেওয়া মেহেদীও দেখা গেছে তার হাতে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/25/1561464341200.jpgজানা গেছে- বাংলায় শপথগ্রহণ করেছেন নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। শপথগ্রহণ শেষে দু’জনের গলাতেই ছিল বাংলা ও ভারতের নামে জয়ধ্বনি।

গত ১৭ জুন শপথগ্রহণ করার কথা ছিল জনপ্রিয় এই দুই অভিনেত্রীর। এদিন সাংসদ হিসেবে বাকিরা শপথ নিলেও এই দুই নবনির্বাচিত তৃণমূল সাংসদের পক্ষে তা সম্ভব হয়নি। কারণ দু’জনেই তখন ছিলেন দেশের বাইরে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/25/1561464362289.jpgনুসরাতের বিয়ের দিন ছিল ১৯ জুন। তাই তুরস্ক রওনা দিয়েছিলেন তিনি। মিমিও প্রিয় বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাড়ি দিয়েছিলেন সেই মুলুকে। এ কারণে তৃণমূল কংগ্রেসের পক্ষ জানানো হয়, আগামী ২৫ জুন শপথ নেবেন দুই তারকা সাংসদ। সেই মতো আজ যাদবপুর ও বসিরহাটের সাংসদ অধিবেশনের আগে শপথ নেন এই দুই তরকা।

প্যারিসে নৌকায় প্রিয়াঙ্কা-নিকের পার্টি

প্যারিসে নৌকায় প্রিয়াঙ্কা-নিকের পার্টি
প্যারিসে নৌকায় বন্ধুদের নিয়ে পার্টি করছেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, সোফি টার্নার ও জো জোনাস

সময়টা ভালোই কাটছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইতো ক’দিন আগে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে উন্মোচন করা হয়েছে প্রিয়াঙ্কার মোমের মূর্তি। এবার দেবরের বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পিসি।

মাস খানের আগে দীর্ঘদিনের প্রেমিকা সোফি টার্নারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কার দেবর জো জোনাস। কিন্তু সেসময় ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছিলো তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে এবার ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে আরও একবার বিয়ে করতে যাচ্ছেন জো-সোফি।

বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য এরইমধ্যে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে প্যারিসে উড়াল দিয়েছেন নিক জোনাস। কারণ সেখানেই বাজবে জো-সোফির বিয়ের সানাই।

এদিকে, জো-সোফির বিয়ের অনুষ্ঠানের আগে বন্ধুদের নিয়ে একটু আড্ডা দিয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া দম্পতি।

প্যারিসে বন্ধুদের নিয়ে ইয়টে পার্টি করার বেশ কয়েকটি ছবি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে জোনাস ব্রাদার্স ও তাদের স্ত্রীদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/25/1561462522287.jpgছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে- পার্টির জন্য রোস্ট কালারের একটি স্লিভলেস পোশাক বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার স্বামী নিক জোনাসের পরনে ছিলো হলুদ রঙের শার্ট ও নীল জিন্স।

তবে বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য সাদামাটা পোশাক পরেছিলেন সোফি টার্নার। তার পরনে দেখা গেছে সাদা টি-শার্ট। আর তার স্বামী জো পরেছিলেন কালো ছাপার শার্ট।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র