Alexa

পুলিশ দ্য রিয়েল হিরো

পুলিশ দ্য রিয়েল হিরো

আফরান নিশো

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার গায়ে জড়ালেন পুলিশের পোশাক। ‘পুলিশ দ্য রিয়েল হিরো’ নামের একটি নাটকে তাকে দেখা যাবে সাব ইনসপেক্টর আবির চরিত্রে। তিনি একজন সৎ পুলিশ। আবির অনেক মানবিক। সহকর্মীদের সঙ্গে বন্ধুর মতো মেশেন।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ঢাকার তেজগাঁও, উত্তরাসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।

অমির পরিচালনায় সবশেষ ‘এক্স বয়ফ্রেন্ড’ ও ‘এক্স গার্লফ্রেন্ড’ নাটকে অভিনয় করেন নিশো। এ দুটির মতো ‘পুলিশ দ্য রিয়েল হিরো’তেও তার সঙ্গে আছেন তানজিন তিশা। তার প্রেমে মজে থাকে আবির।

নাটকটি প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় পহেলা বৈশাখে মুক্তি পাবে ‘পুলিশ দ্য রিয়েল হিরো’।

আপনার মতামত লিখুন :