Alexa

নির্মাতা হাসিবুল ইসলাম মিজান আর নেই

নির্মাতা হাসিবুল ইসলাম মিজান আর নেই

হাসিবুল ইসলাম মিজান

না ফেরার দেশে পাড়ি জমালেন নির্মাতা হাসিবুল ইসলাম মিজান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি বনশ্রী নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসিবুল ইসলাম মিজানের মেয়ে শর্মিলা ইসলাম সুমি বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা পুরোপুরি সুস্থ ছিলেন। তার কোনো অসুখ ছিলো না। হঠাৎ করে তিনি চলে গেলেন।

হাসিবুল ইসলাম মিজানের নির্মিত সিনেমাগুলোর মধ্যে ‘আমার স্বপ্ন তুমি’ ছিলো সবচেয়ে ব্যবসা সফল। এতে শাকিব খান ও শাবনূর জুটি বেঁধে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।

এছাড়া ‘কপাল’, ‘জন্ম’ ও ‘হৃদয়ে আছো তুমি’র মতো জনপ্রিয় ছবিও নির্মাণ করেছেন তিনি।

আপনার মতামত লিখুন :