Alexa

কেমন কাটবে তৌসিফ-সাফার দিনগুলো?

কেমন কাটবে তৌসিফ-সাফার দিনগুলো?

‘রাফিয়ার দিনগুলো’ নাটকের দৃশ্যে তৌসিফ মাহবুব ও সাফা কবির

সদ্য বিয়ে করেছে রাফিয়া ও আরিয়ান। স্বামী-স্ত্রী মিলে বেড়াতে যায় থাইল্যান্ডে। সেখানে পৌঁছানোর পর তারা যখন হোটেলে উঠতে যাবে, এমন সময় তাদের পেছনে এসে দাঁড়ায় সায়মন। রাফিয়া তাকে দেখতে পেলেও আরিয়ান তাকে খেয়াল করে না।

সায়মনকে দেখে খুব ভয় পেয়ে যায় রাফিয়া। কারণ সায়মন তার প্রাক্তন প্রেমিক। এদিকে বিশেষ এক মুহূর্তে সায়মনের সঙ্গে পরিচয় হয় আরিয়ানের। কিন্তু বিষয়টি রাফিয়া কোনভাবেই নিতে পারে না। কি করবে সে? তার স্বামীকে কি সব বলে দেবে? এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রাফিয়ার দিনগুলো’।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/01/1556705465152.jpg
‘রাফিয়ার দিনগুলো’ নাটকের দৃশ্যে তৌসিফ মাহবুব ও সাফা কবির

 

আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে রাফিয়া চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির এবং আরিয়ান চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে।

শুক্রবার (৩ মে) নাগরিক চ্যানেলে রাত ৯টায় প্রচারিত হবে ‘রাফিয়ার দিনগুলো’ নাটকটি।

আপনার মতামত লিখুন :