Alexa

আবারও অক্ষয়ের ‘ডেভিল স্ট্যান্ট’

আবারও অক্ষয়ের ‘ডেভিল স্ট্যান্ট’

ডেভিল স্ট্যান্টে অক্ষয়, ছবি: সংগৃহীত

ভয়ানক সব স্ট্যান্ট করে সবসময় ভক্তদের চমকে দেন অক্ষয় কুমার। এরই ধারাবাহিকতায় আরও একটি ডেয়ার ডেভিল স্ট্যান্ট করতে দেখা গেল বলিউডের এই খিলাড়ি তারকাকে।

নিজের পরবর্তী ছবি 'সূর্যবংশী'র জন্য একটি স্ট্যান্ট করেছেন অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই স্ট্যান্টের একটি ছবিও শেয়ার করেছেন বলিউডের সুপারস্টার। যেখানে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টার ধরে ঝুলে আছেন অক্ষয়। তার নিচে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি।

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এমন ঝুঁকিপূর্ণ স্ট্যান্ট করতে দেখা গেছে অক্ষয়কে। এমনকি কিছুদিন আগে এক স্ট্যান্ট দেখাতে গিয়ে নিজের শরীরে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার।

রোহিত কুমার পরিচালিত ও করণ জোহর প্রযোজিত  'সূর্যবংশী'তে অক্ষয়ের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

আপনার মতামত লিখুন :