Alexa

নতুন ‘নাগিন’ হচ্ছেন হীনা

নতুন ‘নাগিন’ হচ্ছেন হীনা

হীনা খান, ছবি: সংগৃহীত

ভারতের কালারস টিভি চ্যানেলের জনপ্রিয় সিরিজ ‘নাগিন’-এর চতুর্থ মৌসুমের পরিকল্পনা চলছে। শিগগিরই দর্শকদের ‘নাগিন ফোর’ উপহার দেবেন প্রযোজক একতা কাপুর। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন হীনা খান। ইতোমধ্যে তাদের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে।

এর আগে একতা কাপুর প্রযোজিত ‘কাসৌটি জিন্দেগি কি টু’তে কমলিকা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন হীনা। কিন্তু হাতে বলিউডের কাজ থাকায় চরিত্রটি ছেড়ে দিতে হয় তাকে। এখন তিনি নিজের প্রথম বলিউড ছবির কাজ নিয়ে ব্যস্ত।

গত মাসে ৭২তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় রূপের জাদুতে মুগ্ধ করেছেন হীনা খান। এবারই প্রথম দক্ষিণ ফরাসি উপকূলে দেখা যায় তাকে।

আপনার মতামত লিখুন :