Alexa

ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না: মোস্তফা মহসীন মন্টু

ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না: মোস্তফা মহসীন মন্টু

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোস্তফা মহসিন মন্টু/ ছবি: বার্তা২৪.কম

সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী সংসদ সদস্যদের কেউ শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন সরকার বিরোধী এ জোটের সদস্য-সচিব মোস্তফা মহসিন মন্টু। 

রোববার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘গতকাল বেশ কিছু গণমাধ্যমে ড. কামাল হোসেনের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি কখনোই বলেননি গণফোরামের প্রার্থীরা শপথ নেবেন।’

ড. কামাল হোসেন বলেছিলেন ‘ইতিবাচকভাবে দেখছি' এমন কথার প্রেক্ষিতে মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘ইতিবাচক মানে এই নয় যে শপথ নেবেন, সংসদে যাবেন।’

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙার প্রশ্নই ওঠে না। গণতন্ত্র রক্ষার স্বার্থে যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে উঠেছে তা স্থায়ী থাকবে। ঐক্যফ্রন্ট ভাঙছে না।’

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী পরশু (মঙ্গলবার) আবারও বসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান মন্টু।

এর আগে শনিবার (৫ জানুয়ারি) বিকালে গণফোরামের বর্ধিত সভায় ড. কামাল হোসেন বলেছিলেন, ‘গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা আছে।’

ঐদিন গণফোরামের নেতাকর্মীদের মধ্যে একটি পক্ষ শপথ নেওয়ার পক্ষে এবং অপর পক্ষ শপথ না নেওয়ার পক্ষে মত দেন।

আরও পড়ুন: https://bit.ly/2RdAPNM

আপনার মতামত লিখুন :