Alexa

এরশাদের অবর্তমানে জাপার চেয়ারম্যান জিএম কাদের

এরশাদের অবর্তমানে জাপার চেয়ারম্যান জিএম কাদের

গোলাম মোহাম্মদ কাদের / ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

ইতোপূর্বে অনেকবার দেশের বাইরে গেছেন এরশাদ কিন্তু কখনও কাউকে চেয়ারম্যানের দায়িত্বে দিয়ে যান নি। শুধু নির্বাচনের পূর্বে দেশের বাইরে যাওয়ার সময় জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সাংগঠনিক দায়িত্ব দিয়ে গিয়েছিলেন।

এরশাদের শারীরিক অবস্থা মোটেই ভালো যাচ্ছে না। পায়ের উপর ভর দিযে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। আগে একপায়ে সমস্যা ছিলো, এখন দু’পায়েই সমস্যা হচ্ছে। সর্বশেষ শপথ নিতে গিয়েছিলেন হুইল চেয়ারে বসে। এরপর হাসপাতালে আসা যাওয়ার মধ্যেই রয়েছেন তিনি।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। 

আপনার মতামত লিখুন :