Alexa

বিএনপি'র দুই আইনজীবী বহিষ্কার 

বিএনপি'র দুই আইনজীবী বহিষ্কার 

বিএনপি লেগো।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই সদস্য অ্যাড. এবিএম ওয়ালিউর রহমান খান ও অ্যাড. মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

বুধাবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। 

সুস্পষ্ট কি অভিযোগে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে রিজভী আহমেদ বার্তা২৪.কমকে বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় ওই দুই আইনজীবী। এজন্য তাদের বহিষ্কার করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

রাজনীতি এর আরও খবর