Alexa

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতিসহ ১০ নেতাকর্মী আটক

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতিসহ ১০ নেতাকর্মী আটক

শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান বিএনপি নেতাকর্মীরা / ছবি: বার্তা২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ দশ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের জেলা কালেক্টর চত্বরের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ফেরার পথে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবুর নাম জানা যায়। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কে এম জহিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে মিছিল করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে তাদের ওপর চড়াও হয়। পরে তাদের আটক করা হয়।’

রাজনীতি এর আরও খবর