Alexa

‘বিএনপিকে নিঃশেষ করতেই খালেদাকে কারাগারে নেওয়া হয়েছে’

‘বিএনপিকে নিঃশেষ করতেই খালেদাকে কারাগারে নেওয়া হয়েছে’

খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন / ছবি: বার্তা২৪

বিএনপিকে নিঃশেষ করে দিতেই খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘বিএনপি ও খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে এ দেশের মানুষের রাজনীতি। তাই বিএনপির রাজনীতিকে নিঃশেষ করা যাবে না। এটা নিয়ে নেতাকর্মীদের হতাশার কিছু নেই।’

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শিরোনামে বইয়ের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শতদল নাগরিক এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি চেয়ারে ঠিকমত বসতে পারেন না। হাঁটাচলাও করতে পারেন না। তবুও তার মনোবল অটুট আছে।’

এ সময় তিনি নেতাকর্মীদের হতাশ না হয়ে মনোবল ধরে রাখার আহ্বান জানান।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, প্রফেসর এমাজউদ্দীন আহমদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

রাজনীতি এর আরও খবর